N1

Thursday, March 30, 2023

রান্না শেখা যাবে চ্যাটজিপিটি এর কাছ থেকে



বর্তমান বিশ্বের সবচেয়ে আলোচিত চ্যাটজিপিটি। পুরো প্রযুক্তি দুনিয়ায় যা একটি নতুন মাত্রা যোগ করেছে। এই চ্যাটবোটটি সার্চ ইঞ্জিন থেকে আলাদা। যেমন সার্চ ইঞ্জিনে কোনো কিছু সার্চ করলে তার অনেকগুলো লিংক সেখানে প্রদর্শন করে। সেখান থেকে বাছাই করে সেই বিষয়ে জানতে হবে। কিন্তু চ্যাটজিপিটি সেই বিষয়ে বিস্তারিত সবকিছু জানাবে ব্যবহারকারীকে।








চ্যাটজিপিটি আমাদের দৈনন্দিন অনেক কাজ করে দিতে পারে, যেমন রচনা লিখতে পারে, চাকরির বা ছুটির আবেদন, চুক্তিপত্র, কোনো ঘটনার ব্যাখ্যা, যে কোন বিষয়ে প্রতিবেদন তৈরি করে দিতে পারে। এটি আমাদের প্রয়োজনে কম্পিউটার প্রোগ্রাম, গান বা কবিতাও লিখে দিতে পারে । আবার আমাদের চাহিদা মত ভার্সিটির রিপোর্ট বা প্রেজেন্টেশন তৈরী করে দিতে পারে এই চ্যাটবোটটি।

এবার রান্নার রেসিপিও শেখাবে চ্যাটজিপিটি। ছবি দেখে চ্যাটজিপিটি সেই ছবিতে কি আছে বলে দিতে পারে । কোনো রেসিপির ছবি চ্যাটজিপিটিতে দিলে সেই ছবি পর্যালোচনা করে সেখানে কি কি উপকরণ ব্যবহার করা হয়েছে এবং কীভাবে সেটি রান্না করা হয়েছে তা বিস্তারিত জানাবে চ্যাটজিপিটি।

চ্যাটজিপিটি কোনো উপকরনের নাম দেখে সেটির বিভিন্ন ধরনের রেসিপি উপস্থাপন করবে। চীনা, ভারতীয়, জাপানি, মেক্সিকান,ইতালীয় বা অন্যান্য যে কোনো রান্নার পরামর্শ, রেসিপি পাওয়া যাবে চ্যাটজিপিটিতে।উদাহরণস্বরূপ, আপনি যদি চাল, দুধ এবং ডিম দিয়ে তৈরি একটি খাবারের পরামর্শ চান, তবে এটি রান্নার উপায় সহ রেসিপিটি আপনাকে সরবরাহ করবে। এমনকি তার গুণগত মান এবং স্বাস্থ্য উপকারিতা ও অপকারিতার দিকটিও জানিয়ে দিবে চ্যাটজিপিটি।

One possible recipe using rice, egg, and milk is for a sweet and creamy rice pudding. Here are the ingredients and steps to make it:

Ingredients:1 cup of white rice
2 cups of milk
1/2 cup of sugar
1 teaspoon of vanilla extract
2 eggs
Ground cinnamon (optional)

Instructions:Rinse the rice in a fine mesh strainer and drain well.
In a medium saucepan, combine the rice, milk, and sugar. Bring to a boil over medium heat.
Reduce the heat to low and let the rice simmer for about 20-25 minutes or until it's tender and the milk is absorbed.
In a small bowl, beat the eggs and vanilla extract together.
Slowly pour the egg mixture into the rice mixture, stirring constantly.
Continue to cook over low heat for another 5 minutes, stirring constantly, until the mixture thickens.
Remove from heat and let it cool slightly.
Sprinkle with ground cinnamon (optional) and serve warm or chilled.



This rice pudding recipe is sweet, creamy, and delicious, and makes a perfect dessert or snack. Enjoy!

২০২২ সালের নভেম্বরে উন্মুক্ত হওয়ার পর সারা বিশ্বেই এখন চ্যাটজিপিটি নিয়ে একটা প্রবল আগ্রহ তৈরি হয়েছে। বিশ্বের প্রায় ১০ কোটি মানুষ চ্যাটজিপিটি ব্যবহার করেছে শুধু জানুয়ারি মাসে।

No comments:

Post a Comment